السلام عليكم و رحمة الله و بركاته
শায়েখ বেশ কিছু প্রশ্ন ছিল আমার।অনেক বড় হয়ে গিয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইং শা আল্ল-হ।
১)আমরা যেমন মানুষ মারা গেলে তাদের জন্য কিছু দান করি, বা আমল করে তাদের জন্য দুয়া করি।সাওয়াবের আশায়।ঠিক তেমন কি জিন মারা গেলে করা যাবে?মানে জিনের জন্যও কি অনুরুপ দুয়া কিংবা সাওয়াবের আশায় তাদের জন্য আমল করা কি জায়েয আছে?...
২)এখনকার যুগে একজন তলিবুল ইলম যে কি নাহ অফলাইন মাদ্রাসায় পড়ে তার জন্য কি অনলাইন (মানে ফোন ইউস করা উচিত?)
৩)আত্মীস্বজনের হক কীভাবে আদায় করতে হয়?তাদের খুঁজ খবর কি সবসময় নিতে হয়?যদি অনেক বড় পরিবার হয়ে থাকে,এক্ষেত্রে কি করণীয়? আমি একজন অল্প বয়সের মেয়ে,আমার কিভাবে হক আদায় করা উচিত? আরও একটা কথা, অনেকসময় দেখা যায় আত্মীস্বজন রা ভিডিও কল দেয় দেখার জন্য আমাকে,কিন্তু আমি ভিডিও কলে কথা বলি নাহ,যদিও তারা মেয়ে, তাও আমার কথা বলতে ভালো লাগে নাহ ভিডিও কলে,এখনের যুগ টা অনেক খারাপ,Ai এর যুগ, কোনোভাবে যদি আমাকে কেউ দেখে ফেলে,আবার ভিডিও কলে কথা বললে জুরে জুরে কথা বলতে হয়,যার জন্য দেখা যায় আমার কণ্ঠ অন্য কেউ শুনে ফেলতে পারে,,,,তাই আমি কখনো কারও সাথে ভিডিও কলে কথা বলি নাহ,ত দেখা যায় ফুফাতো বোন আমাকে অনেকদিন দেখে নি,তাই আমাকে দেখতে চাচ্ছে ভিডিও কলে,আমি কল ধরি নি,,এতে হয়ত কিছুটা অভিমান হয়েছে।।এখন আমি কি এটা ভুল করেছি ?ভিডিও কলে তার সামনে নাহ গিয়ে?...আমার কি ভুল হয়েছে কোথাও?..আমার আল্লাহ ত আমার মনের অবস্থা টা জানেন যে কেন আমি ভিডিও কলের সামনে যাই নি...এক্ষেত্রে আমি তাদেরকে কিভাবে বুজাব??
৪)দারস চলাকালীন সেই দারসের পড়া লিখলে মেধা কেন কমে যায়?।।যদি উস্তাদ দের থেকে অনুমতি নিয়ে লেখা হয় তাহলেও কি মেধা কমে যায়?
৫)উত্তম আখলাকের অধিকারী কিভাবে হওয়া যায়?কমল হৃদয় হওয়ার উপায় কি?
৬)অনেকে দেখা যায় দাওয়া ফারেগ হতে পারে নাহ, মানে দাওরা পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারে নাহ,এটার মানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পড়া কবুল করেন নাহ তাদের?? এরকম টা কেন??