ফজরের সময় প্রথমে জামাতে যেতে চেয়েছিলাম বৃষ্টির কারণে কারণে যেতে পারিনি। আমার হাতে 20 থেকে 22 মিনিট সময় রয়েছে নামাজের জন্য। আমি সাধারণত যে কাপর পড়ি সেটা পড়ে নামায আদায় করিনা। তাই নামাজের কাপড় পড়লাম নামাজের আগে আমার কাপড়ে কোন নাপাকি ছিল না নামাজের জন্য অজু করলাম নামাজ পড়ার পর দেখলাম যে আমার লজ্জাস্তান দিয়ে অল্প পরিমান (মযি) নাপাকি আমার কাপড়ের মধ্যে লেগে আছে। তাই দ্রুত কাপড় পরিবর্তন করে অজু করলাম আবারো নামাজে দাঁড়ালাম নামাজ শেষ করে দেখি আবারো অল্প পরিমাণ নাপাকি কাপড়ের মধ্যে লেগে আছে। এখন আর নামাজের সময় নেই সূর্য উদয়ের মাত্র দুই মিনিট আছে।
আমার মাঝে মধ্যে এরকম হয়, এখন আমি কি আমার নামাজ পুনরায় পড়তে হবে? নাকি কাজা আদায় করতে হবে? নাকি আদায় করা লাগবে না?