আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
81 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (15 points)
আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে ১ বছর। আমরা দুজনই স্টুডেন্ট। দুজনে দুই শহরে থাকি পড়াশোনার জন্য।
আমি কিছুতেই আমার স্বামীর ভালোবাসায় সন্তুষ্ট হতে পারছি না। সে আমার সাথে কথা বলে না ঠিকমতো, সময় দেয় না, গুরুত্ব দেয় না। আমার নিজেকে খুব অবহেলিত মনে হয়।
বারবার মনে হয় বিয়ে করে ভুল করে ফেলছি। এরকম মানুষকে কেন বিয়ে করলাম। সবকিছু ছেড়ে চলে যেতে যদি পারতাম। সে আমার কোনো কথারই গুরুত্ব দেয় না।
সে সময় পেলেই ঘুমায়, এটা সেটা অজুহাত দেয়। টেনশনের কথা বলে, পড়াশোনার চাপের কথা বলে।
কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কে একটু সময় বের করা তো উচিত।
আমার অনেক কষ্ট হয় + প্রায়ই কান্না কাটি করি ।
নামাজে অনেক দুয়াও করি। কিন্তু আমার মন কিছুতেই শান্ত হয় না।
আমার কি করা উচিত??

1 Answer

0 votes
by (710,640 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(প্রথমত)
কাউকে বশ না করে, বরং পরস্পর মহব্বত সৃষ্টি অবশ্যই জায়েয। গভীর রাত্রে তাহাজ্জুদের নামায পড়ে আগে-পরে৪১বার দুরুদ শরীফ সহ৭৮৬ বার "বিসমিল্লাহির রাহমানির রাহিম"পড়ে পানিতে ফু দিয়ে উক্ত পানি উদ্দিষ্ট ব্যক্তিকে ২১ দিন/বার খাওয়ালে উক্ত ব্যক্তির সাথে মহব্বত সৃষ্টি হবে।(প্রতিদিন-১বার সম্ভব না হলে অন্তত চেষ্টা করবেন,সর্বমোট ২১বার হতে হবে)এবং প্রতি তিনদিন পর পর আবার ৭৮৬ বার পড়ে উক্ত পানিতে ফু দিতে হবে।এবং সূরা-ক্বিয়ামাহ পাঠ করে উক্ত পানিতে একবার ফু দিবেন।

তাহাজ্জুদের কায়মনোবাক্যে আল্লাহর কাছে দুআ করতে হবে।ইনশা'আল্লাহ গভীর মহব্বত সৃষ্টি হবে।

৯৪ নং সূরা "ইনশিরাহ" পড়ে আপনার  স্বামীর বুকে মাথা রেখে আলতো আদর করে করে ফু দিবেন। চায় সজাগ অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক। এবং তার চুল ধরে আপনি ৯৭ নং সূরা (সূরা ক্বদর) পড়বেন।
আপনি যখন স্বামীর সাথে একান্ত সময় (পারিবারিক/বৈবাহিক) সময় অতিবাহিত করবেন, তখন আপনি আল-মুগনি শব্দকে মনে মনে ধারণা করবেন।

(দ্বিতীয়ত) 
উপরোক্ত আমলগুলো সম্পাদন করার পাশাপাশি স্বামীর সাথে উত্তম আচরণ করবেন। সর্বদা তাকে আপন করে দেখবেন। প্রথমদিনের মত তার দিকে দৃষ্টি নিবন্ধ করবেন। ইনশাআল্লাহ সে ধীরে ধীরে ভালবাসার জালে আটকে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আমরা তো আলাদা থাকি। একেকজন একেক শহরে। দেখা হয়  ২/৩ মাস পর 
by (710,640 points)
পৃথক পৃথক শহরে থাকলে আপনি তাহাজ্জুদ নামায পড়ে দু'আ করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...