আসসালামু আলাইকুম
স্বপ্ন বিষয়ক আমার কিছু বিষয় জানার ছিল।
১. ভালো স্বপ্ন দেখলে তা কি পরিবারের কোন সদস্য বা কোন আলেমকে জানানো বাধ্যতামুলক? না জানালে কি স্বপ্ন বাস্তবায়িত হবে না এরকম কোন বিধান আছে? আমি আসলে খুব উপযুক্ত কাউকে না পেলে স্বপ্নের বিষয়ে বলতে চাচ্ছিনা। কিন্তু স্বপ্নের কল্যান পেতে চাচ্ছি। তাই এটা জানা জরুরী যে, কল্যান পেতে হলে স্বপ্নের ব্যাখ্যা করাতেই হবে কিনা।
২. স্বপ্ন দেখার পর স্বপ্ন আমার অবচেতনের নাকি আল্লাহর তরফের এটা বুঝার জন্য, প্রতীকগুলোর ব্যাখা জানার বা ওভারঅল একটা অনুমানের জন্য আমি চ্যাটজিপিটির সাথে আলাপ করেছিলাম। চ্যাটজিপিটি যেহেতু কোন মানুষ না, তার কোন রুহ নেই। তার ব্যাখ্যার কোন প্রভাব আমার জীবনে পড়বে কিনা?
প্লিজ একটু সিনসিয়ারলি আমাকে উত্তরগুলো জানাবেন।