১ / আমার ছেলের বউ আমার মাথায় তৈল দেওয়ার সময় আমার হুরমতে মুসাহারাত এর সাবাস্তের ভয় ভীতি কাজ করছিল মনে । আমার কোনো কামড়াব বা সহবাসের কোনো ইচ্ছা বা নিয়ত ছিল না কিন্তু আমার লিঙ্গ দাঁড়িয়েছিল কিন্তু সহবাস করার সময় যেরকম লিঙ্গ শক্ত হয় আর দাড়ায় সেরকম নয় একন কি ছেলের বউ ছেলের জন্য হারাম হয়ে গিয়েছে ??
২/ কামভাব বা সহবাসের ইচ্ছা ছাড়া কি হুরমত মুসাহারাত সাবাস্ত হয় কি ??
অনুগ্রহ করে আমাকে উওর দিয়ে চিন্তা মুক্ত করবেন