ব্যক্তি ১.
আমার বন্ধুর নিজস্ব ক্লথিং বিজনেস আছে, সে তার বিজনেস এর টি-শার্ট ডিজাইন করে। মোটামুটি ধার্মিক ব্যক্তি।
ব্যক্তি ২.
ইনিও আমার বন্ধু তবে এনার নিজস্ব কোনো ব্যবসা নেই, এনিও ডিজাইন করে। তবে এনি ধার্মিক না, সিগারেট খায়,ইসলাম অতোটা মানে না।
এখন প্রশ্ন, আমি আমার নিজের ব্যবসার জন্য কিছু ইউনিক স্টাইলে টি-শার্ট ডিজাইন করিয়ে নিতে চাই, আমার পরিচিত এই ২ জনের মধ্যে থেকে।
এখন আমি যদি প্রথম জনকে যিনি ইসলাম মানে & তার নিজের ব্যবসায় আছে, আমি যদি তাকে আমার ডিজাইনের কথা বলি, & সে যদি আমার ডিজাইন টা তার টি-শার্ট ব্যবসায় আমার ডিজাইন ব্যবহার করে সেক্ষেত্রে আমার ক্ষতির একটা আশংকা থাকছে, ইসলাম এক্ষেত্রে কি বলে? সমজাতীয় ব্যবসায়ীর কাছে সাহায্য নেয়া যাবে যদিও বা আমার ব্যবসার ক্ষতির ঝুকি থাকে।।।।
আবার ২য় ব্যক্তি যেও ডিজাইন পারে কিন্তু ব্যবসা নেই, এনাকে দিলে আমার ব্যবসার কোনো রিস্ক থাকবে না, তবে এনি যে ইসলাম মানে না,তাই এনাকে দিয়ে কাজ করায় নেয়া কি ঠিক হবে? যেখানে আমি তুলনামূলক ধার্মিক অন্য একজন কে জানি ও চিনি(১ম জন)।
ইসলাম এক্ষেত্রে কি বলে?
আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি ভালো মানুষকে দিয়ে কাজ করাই তাহলে টাকা টা একজন ভালো মানুষ পাচ্ছে।সে সেই টাকা দিয়ে ভালো কাজ করবে৷
যেখানে তুলনামূলক খারাপ মানুষ কে দিয়ে কাজ করালে সে সিগারেট বা অন্যান্য খারাপ কাজে টাকা ব্যয় করবে।
আমার এই চিন্তা ভাবনা কত টুকু যৌক্তিক বা ইসলাম সম্মত? আমি কি বাড়াবাড়ি করতেছি?
পুনশ্চ :
রিযিক তো ফিক্সিড তাই না, এখন আমি ২য় ব্যক্তির থেকে ডিজাইন করে নিয়ে যখন মার্কেটিং করবো তখন তো অন্য ব্যবসায়ীরা দেখবেই, সেক্ষেত্রে যদি আমার আইডিয়া থেকে কেউ তার ব্যবসায় সেল বাড়াতে পারে তাহলে এটার সওয়াব তো আমারো হবে তাই না?
এদিকে থেকে চিন্তা করে আমি কি ১ম ব্যক্তিকেই কাজটা দিতে পারি? যদি না দেই তাহলে---এটা কি হিংসা হয়ে যাচ্ছে?