আমার এক আত্মীয় তার স্ত্রীকে রাগারাগীর এক পর্যায়ে আমার বলেন, তুমি এই কাজটা করলে তোমাকে আমি ছেড়ে দেব। একবারও বলেনি তালাক হয়ে যাবা। শুধু বলেছে কাজটা করলে ছেড়ে দেব।এরপরেও যদি আমার সেই আত্মীয়া যদি সেই কাজটা করে তাহলে কি তালাক পতিত হবে? আমার আত্মীয় কখনো ছেড়ে দেবে না সবাই জানে
শুধু রাগের মাথায় কথাটি বলে ফেলেছিলো।দয়া করে দ্রুত উত্তর দেবেন