আসসালামু আলাইকুম
হানাফি নিয়মে আজকের আসরের ওয়াক্ত শুরু ৪-৪৮ টায়, অন্যান্য মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত শুরু ৩-৪২, সব মাযহাব এবং সহীহহাদিস অনুযায়ী যোহরের ওয়াক্তের শেষ সময় থেকেই আসরের ওয়াক্ত শুরু, আরব দেশে আমার অবস্থান আমি আজকে ৩-৪০ এ যোহরেরনামায শুরু করলাম এরমধ্যেই অন্যান্য মাযহাব অনুযায়ী আসরের আযান শুরু হয়ে গেলো এখন আমার প্রশ্ন হলো আমার নামায কি আদায়হয়ে গেলো নাকি আবার কাযা আদায় করতে হবে???
যেহেতু আমি হানাফি মাযহাব এর অনুসারী আরব দেশে বসবাস করাই এই মাসাআলা টা আমার জানা খুব জরুরী