আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ি।আমি বিবাহিত সন্তান নেই। পড়াশোনার খাতিরে দূরে থাকাই হাজবেন্ডের হক নষ্ট হয় তবে তিনি অসন্তুষ্ট নন । আমরা তিন বোন ,আমার বাবাও অসুস্থ এবং তার আর্থিক অবস্থা এতোই গরিব যে নিজেদের এক কাঠা জমি ও ঘরবাড়ি নেই, বাবা ছাড়া মাহরাম ২ কাকা,, তবে তাদের নিজের সংসারের অনেক দায়িত্ব।
মামা আছেন,,তবে দেখার মতো অবস্থায় নেই।
রেগুলার দায়িত্ব মেক্সিমাম আমার কাকাররা পালন করেন,,
আর হাসবেন্ড এর ওপর তার পুরো পরিবার নির্ভরশীল।তিনি মাঝে মাঝে গুরুতর অসুস্হ হোন,,ডায়াবেটিস আছে সাথে,, আমার হাই প্রেসার ও রেয়ার ডিজিজ। তিনি সুস্থ থাকলে আমাদের শশুর বাড়ির সবার জন্য যথেষ্ট পরিমাণ ইনকাম করার তৌফিক আল্লাহ তাকে দেন কিন্তু অসুস্থ করলে পুরো ইনকাম বন্ধ।এজন্য ব্যাকআপ হিসাবে তিনি আমাকে পড়াশোনার অনুমতি দিয়েছেন কিনা আমি জানিনা।
এমন অবস্থায় নিজের বাবার পরিবারের অবস্থা এবং স্বামীর অবস্থা বিবেচনায় এই সহশিক্ষা আমি কন্টিনিউ করবো?
On behalf