আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কেউ জানে না যে কোয়ান্টাম শিরক বা কুফরি। একদম জানে না সে যদি বলে সে কোয়ান্টামে যাবে কিন্তু পরে না যায় তাহলে কি কোন সমস্যা হবে?
২।কেউ এ বিষয়ে একদম না জেনে কোয়ান্টামে যায় আর করে পরবর্তীতে জানার পর তওবা করে তাহলে কি তার ঈমান থাকবে নাকি ঈমান ও বিবাহ নবায়ন করতে হবে?বিবাহ নবায়ন করতে না পারলে কোন গুণাহ হবে?
৩।এমন আরো অনেক কিছু যেসব বলা,করা আর বিশ্বাস করা শিরক বা কুফরি বা ইমান চলে যেতে পারে এসব বিষয়ে না জেনে করে ফেললে জানার পর তওব কারলে তার কি ঈমান থাকবে?আবার ঈমান নবায়ন করতে হবে?
৪।একদম জানে না এবং শুনেও নি এখন আস্তে আস্তে জানার চেষ্টা করতেছে সব কিছু নিয়ে, যা যা জানে যতটুকু জানে সেভাবে চলা মানুষের জন্য ও কি একই হবে? মানে অজ্ঞতা গ্রহণ যোগ্য হবে?পরে জানার পর তওব করলে হবে?