কোন ব্যাক্তি ঈমান ভাঙার কারণ নিয়ে বিস্তারিত না জানার কারণে যদি বড় শিরক ও কুফরি করে ফেলে না জানার কারণে, ভুলে।যেগুলো জানা ফরজ।ওজর প্রযোজ্য হবে না। পরে জানার পর তওবা করে ও ঈমান নবায়নের পর ।আর বিবাহ নবায়ন কোনভাবে সম্ভব না হয় তাহলে কি তার গুণাহ হবে?পরিবারকে বা স্বামীকে বিবাহ নবায়নের কথা বলার বা বুঝানোর পর ও নবায়ন না করলে তার কি কোন সমস্যা হবে?
এই বিষয়টা একটু এমনিতে জানার ছিল।