আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
৩০ তারিখ দুপুর ১:৪০ এর পর বুঝতে পারি পিরিয়ড হয়েছে। পিরিয়ড ভালো হয়েছে কি হয়নি এটা নিয়ে সন্দিহান।একবার মনে হয় পিরিয়ড ভালো হয়েছে আবার দেখি হালকা হলুদ রঙের স্রাব। আজ ৯ তারিখ রাতে সহবাস করে ফেলেছি । হিসাব করলে ১০ দিন হয়েছে পিরিয়ডের তবুও মনে হচ্ছে পিরিয়ড চলাকালীন সহবাস করে ফেলেছি এখনো ১০ দিন হয় নি। আমার হিসেবে ১০ দিন হয়েছে। আমার হিসেব কি ভুল? এমতাবস্থায় সহবাস করার কারণে কাফফারা দিতে হবে?