আসসালামু আলাইকুম। বিয়ে হয়েছে প্রায় দুই মাস। কিন্ত চাইলেই ইন্টিমেসিতে যেতে পারিনা। আমার টনসিলের সমস্যা আছে অল্প ঠান্ডাতেই আমার জ্বর আসে, গলা ব্যাথা হয়, টনসিলে ইনফেকশন হয় পুজ পরে । রাতে গোসল ফজর হলে ফজরের আগে কিংবা রাতে গোসল করলেই আমার টনশিলে ইনফেকশন হয়। এই দুই মাসে প্রায় ৪-৫ বার জ্বর হয়েছে। এখন আমি কি করতে পারি? ফরজ গোসল ছাড়া ফজরের সালাত আদায় করা যায়না আবার এত সকালে কিংবা রাতে গোসল করলে আমার জ্বর আসে। মেয়ে মানুষ চুলও ভিজা থাকে। আমাকে বলে দিবেন আমি কি করব