আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি। আমার বাবা মায়ের হিসেব অনুযায়ী ৪ বছরে পড়া থাকা খাওয়া সহ আমার পিছে ১৮ লাখ টাকা খরচ হয়েছে। যদিও আমি স্কুল, কলেজে সরকারিতেই পড়েছি। তবুও প্রাইভেট, রিক্সাভাড়া এসব তো গিয়েছেই৷ কিন্তু আমার ভাই বরাবরই ভালো স্টুডেন্ট ছিলো, স্কুলে থাকতে বৃত্তি পাইতো, তারপর সেভেনে ক্যাডেটে চলে গেলো। তারপর ইন্টারমিডিয়েট পাশ করে নৌবাহিনীতে চলে গেলো৷ এখন সে লেভেনেন্ট কমান্ডার, ভালো পজিশনে আছে। টাকা পয়সার কমতি নেই আলহামদুলিল্লাহ, মানে অনেক কোটিপতি এমন না, কিন্তু যেরকম টাকা হলে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করা লাগে না সেরকম টাকা আছে আলহামদুলিল্লাহ। আমার বাবা, মা দুইজনই ভালো পজিশনে চাকরি করে রিসেন্টলি রিটায়ার্ড করেছেন। আমাদের একটা ৩ তালা বাড়ি, একটা প্লট, একটা ফ্ল্যাট, একটা নির্মানাধীন ফ্ল্যাট আছে। স্বাভাবিক ভাবেই মেয়ে পালনে তুলনামূলক খরচ হয় বেশি। ইসলাম কি সম্পত্তি ভাগের ক্ষেত্রে এমন কোনো নিয়ম মানতে বলেছে যেখানে যেই সন্তানের পড়ালেখায় বেশি টাকা খরচ হয়েছে তাকে শরীয়ত অনুযায়ী ভাগ করে যেই টাকা পাওনা তার চেয়ে কম দিবে? অথবা যত টাকা খরচ হইসে সেটা হিসাব করে কেটে রাখা? ছেলে মেয়ের পড়ালেখার খরচ হিসাব করা, কথা শুনানো এগুলো শরীয়ত কতোটুকু সাপোর্ট করে?
বলা বাহুল্য, আমরা ভাই বোনের মধ্যে দুইজনের কেউই এই সম্পত্তির প্রত্যাশি অথবা আমাদের টাকা পয়সার ঘাটতি তাই খুব প্রয়োজন এমন না। আমাকে যদি আগে বলা হতো প্রাইভেট ভার্সিটিতে পড়াইলে সেটার টাকা পাওনা সম্পত্তি থেকে কেটে রাখা হবে সেটা আমি আগেই মাথায় রাখতাম। আর এমন নিয়ম থাকলে শুধু পড়ালেখা হিসাব হবে কেনো? জন্মের পর থেকে যা যা খরচ হয়েছে সবই কি হিসাব হওয়ার কথা না? আমাকে প্লিজ শরীয়ত কি বলে এটা বলুন। আমি কথাটা শুনে খুব কষ্ট পেয়েছি। আমাকে সম্পত্তি না দিলেও আমার চাহিদা নাই। কিন্তু এই পড়ালেখার খরচ কেটে রাখবে বলাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে।