আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এখানে করা প্রায় ২-৩ বছর আগের প্রশ্ন নিয়ে এখন আবার চিন্তা আসতেছে।এখানে লিখা এখন এডিট করা যাবে না।তখন করার পর উত্তর দেওয়ার আগে এডিট করেছিলাম কিছু। কোনটা কোনটা করেছি কোনটা করি নি তেমন মনে নেই প্রায় সব এডিট করা হত উত্তর দেওয়ার আগে ।এখন ওসব প্রশ্ন কি আবার করা লাগবে? অনেক বড় বড় প্রশ্ন ছিল লিখা।বৈবাহিক সম্পর্ক নিয়ে।হঠাৎ এসব নিয়ে এখন চিন্তা আসতেছে।এগুলো কি ওয়াসওয়াসা নাকি আর কি বুঝতেছি না।