ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আহলে কুরআন নামে একটি ফিরকা রয়েছে, তারা ইসলামকে বিকৃত করার মনমানসিকতায় হাদীসকে অস্বীকার করতে চায়। তাদের কথাতে চাকচিক্য বিদ্যমান।
হাদীস হল কুরআনের ব্যখ্যা। হাদীস না মানলে কুরআনের উপর আমল করা সম্ভবপর হবে না। যেমন আল্লাহ তা'আলা বলেন,
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। (সূরা বাকারা-২৩৮)
এখানেالصَّلٰوةِ الْوُسْطٰی অর্থ মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত বলতে কী উদ্দেশ্য? সেটা কুরআনে নেই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। এরপর তিনি সেটা তাঁর হাদীসের মাধ্যমে আমাদের জানিয়েছেন। সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
صَلَاةُ الوُسْطَى صَلَاةُ العَصْرِ.
মধ্যবর্তী সালাত হল, আসরের সালাত। -জামে তিরমিযী, হাদীস ১৮১
قال الترمذي : هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.