আসসালামু আলাইকুম শায়েখ
অনেক মানুষেরা বলে আল্লাহর আগে-পরে কোনো মাবুদ নাই,নবী (স.) ব্যতীত আমরা নিজেদেরকে অন্যের উম্মত মনে করিনা,তেমনি আল-কোরআনের আগে-পরে অন্য কোনো কিতাব রাখা যাবেনা।অর্থ্যাৎ,,তাদের কথা হলো বুখারী শরীফ,মুসলিম শরীফ ইত্যাদি কিতাবের হাদিসগুলো কোরআন থেকে আসেনাই এগুলো যুগযুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে,তাই এগুলোর কোনো সত্যতা নেই।।এসব কিতাবের হাদিসগুলো মানা যাবেনা শুধু কোরআন মানতে হবে।।।কোরআন তো অবশ্যই মানতে হবে,,কিন্তু দৈনন্দিন জীবনের সকল বিবিধ মাসআলাগুলো জানতে হলেওতো বুখারী শরীফ,মুসলিম শরীফের মতো ইত্যাদি কিতাবের জ্ঞানকে গ্রহণ করতে হবে।।।
এখন প্রশ্ন হলো সেইসব মানুষের কথাগুলো কতটুকু যুক্তিসংগত।।একটু ব্যাখ্যা দিয়ে বুজিয়ে দিবেন হুজুর