ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার নিকট যেই স্বর্ণের চেইন এবং নুপুর রয়েছে। এগুলোর মালিক আপনিই। আপনি আপনার মাকে বলবেন যে, আপনাকে পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে।যদি মা সম্মত না হন, তাহলে এগুলো মাকে দিয়ে দিবেন। তাহলে আপনাকে আর যাকাত কুরবানি দিতে হবে না।
বর্তমানে যেহেতুআপনি মালিক তাই বৎসরের শুরু বা শেষে প্রয়োজন অতিরিক্ত টাকা থাকলে আপনার উপর যাকাত কুরবানি ওয়াজিব হবে।