আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১. আমার এক আত্মীয় আছে যিনি ডাক্তার। তার পরিচিত অন্য ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিলে ভিজিট/ অন্যান্য খরচ হয়তো কম লাগতে পারে। এমন সুযোগ নেয়া কি জায়েজ? যেহেতু সেটা সব রোগী পাচ্ছে না। পরিচিত হওয়ার কারনে এই সুযোগ দেয়া হচ্ছে।
২. আমার দাঁত আঁকাবাকা। আমার উঁচুও। ধীরে ধীরে সমস্যা বাড়ছে মনে হচ্ছে। এমতাবস্থায় ব্রেস লাগানো কি জায়েজ হবে? আমার ভয় হয় যে এটাতে আল্লাহ তা'আলা নারাজ হবে না কি
৩. কোনো পণ্যের প্যাকেটে যদি বেপর্দা নারীর ছবি থাকে তাহলে কি সেটা কেনা অনুত্তম? আসলে আমি বিভিন্ন শ্যাম্পু বয়কটের জন্য ব্যবহার করা বাদ দিয়েছি। দেশি একটা শ্যাম্পুর মিনি প্যাক ব্যবহারে ভালো লেগেছিল। কিন্তু সেটার প্যাকেট বেপর্দা নারীর ছবি থাকায় বাড়িতে রহমতের ফেরেশতা আসবেনা ভেবে আর কিনি নি। এখন অন্য দেশি শ্যাম্পু ব্যবহারে অনেক বেশি চুল পড়ছে। আমি নিয়ত করেছিলাম যে আর এমন জিনিস কিনব না যেটাতে ছবি থাকে। কিন্তু যেহেতু চুল বেশি পড়ছে তাই আবার কিনা ঠিক হবে কি না বুঝছিনা। মনে হচ্ছে আল্লাহ যদি নারাজ হয় যেহেতু আমি নিয়ত করেছিলাম। আর সেটা উত্তম সিদ্ধান্ত ছিল। এখন আমি দুনিয়াবি উদ্দেশ্য নিজের চুলের জন্য এমন নিয়ত ভঙ্গ করা কি ঠিক হবে? চুল আসলে অনেক গুলোই পড়েছে। আর আমি অবিবাহিত।