উস্তাজ আমার কিছু প্রশ্ন
০১- যেই বই আমি কিনেছি সেই বই এর পিডিএফ কি ডাউনলোড করতে পারবো?
০২- আমি এক্টা বই কিনেছিলাম পুরানো বইয়ের দোকান থেকে। ওই বইটায় মাঝখানে কয়েক পৃষ্ঠা নেই। আমি কি ওই বই এর পিডিএফ ডাউনলোড করে ওই কয়েকটা পেজ পড়ে নিতে পারবো?
০৩- উস্তাজ আমি আলহামদুলিল্লাহ ইউটিউবে সাধারণ ভিডিও না দেখতে চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে দুই একজন শায়েখের লেকচার বা ডিবেট শুনি। এটাও কি নিষেধ? আমি জ্ঞান অর্জনের উদ্দেশ্য নিয়েই দেখি।
০৪-উস্তাজ কোনো একটা ভালো কাজ করার নিয়ত করে।গাফিলতির কারণে সেটা পূর্ণ করতে না পারলে কি ধরে নিবো যে আমার কোনো গুনাহের কারণে কাজটি করতে পারিনি?
০৫-উস্তাজ কিবলার আদব গুলো কি কি আমাকে এক্টু বললে মুনাসিব হতো। আমি আগে জানতাম না যে কিবলার দিকে কোনো কিছু ছুঁড়ে ফেলা বা থুথু ফেলা যে আদবের খেলাফ। এমন আর কি কি আদব আছে?
০৬-উস্তাজ আমার ইমানকে মজবুত করার জন্য কিছু নসিহত করুন।
جزاك الله خيرا