আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
উস্তায,আমাদের এক আত্মীয় ইসলামী ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা ফিক্সড করা আছে।যেটা নির্দিষ্ট সময় পর তুললে ব্যাংক থেকে তারা কিছু লাভ পাবে।
এখন যদি আমাদের প্রয়োজনে আমরা সেই টাকা টা তাদের থেকে নেই অর্থাৎ তারা ব্যাংক থেকে তুলে আমাদেরকে দেয় এবং ফেরত দেওয়ার সময় আমরা যদি উপকার করছে এই জন্য কিছু অতিরিক্ত অর্থসহ ফেরত দেই অর্থাৎ সেই আত্মীয় দের সাথে কোন নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে নয় বরং একান্তই আমাদের ইচ্ছার জায়গা থেকে দেই সেক্ষেত্রে কি তা সুদ বলে গণ্য হবে?
যদি সেই অর্থের পরিমাণ ডাবল ও হয়?
মানে আমি বুঝাতে চেয়েছি এখন যদি ১ লাখ টাকা নেই সেখান থেকে এবং ৫ বছর পর ২ লাখ বা তার কমবেশি ফেরত দেই কোন চুক্তি ছাড়া তাহলে সুদ হয়ে যাবে কিনা?এভাবে নেওয়া হালাল হবে কিনা।