আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুর,আমার হাজবেন্ড স্কটল্যান্ড যাবে পিএইচডি করার জন্য।প্রায় ৪ বছর থাকবে।আমাদের ৯ মাস বয়সের বেবি আছে।হাজবেন্ডের যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ স্কলারশিপ থেকে পাবে।আমার ও বেবীর থাকা-খাওয়ার খরচও পাবে।শুধু আমার ও বেবীর যাওয়ার জন্য প্রায় ৩ লাখ টাকা এবং হেল্থ ইনস্যুরেন্স ফি প্রায় ১০ লাখ টাকা লাগবে।পাশাপাশি উনার একাউন্টে প্রায় ২০ লাখ টাকা ১ মাস ধরে স্থায়ী আছে এরকম দেখাতে হবে।আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় অর্ধেক ব্যবস্থা করছি।বাকি অর্ধেক দেয়ার মত পরিচিতজন আছে,কিন্তু আমাদের প্রবল ধারণা হলো-চাইলে তারা দিবে না।তবুও সাহস করে চাইবো ভাবছি।হাজবেন্ড নিজে টাকা জমিয়ে নিতে চাইলে প্রায় ২ বছর লাগবে অথবা নেয়াই হবে না।
দেশে আমার ও বেবীর থাকার মত জায়গা আছে।তবে একে অপরকে ছাড়া ২/৪বছর থাকা শারিরীক,মানসিক ও সামাজিক দিক থেকে কষ্টকর ও চারিত্রিকভাবে অনেক ঝুঁকিপূর্ণ(বড় ফিতনার আশংকা করছি)।
প্রশ্ন-১: স্কটল্যান্ডে পিএইচডি করতে যাওয়া কতটুকু শরীয়তসম্মত?
প্রশ্ন-২: বাংলাদেশে বা অন্য কোনো মুসলিম দেশে পিএইচডি করতে যাওয়ার জন্য উৎসাহিত করা হলেও হাজবেন্ড পশ্চিমা দেশগুলোতে পিএইচডি করতে সামাজিকভাবে চাপের সম্মুখীন।যদিও ঈমান অত্যধিক দৃঢ় হলে চাপের মোকাবেলা করা সহজতর ছিল আল্লাহ চাইলে।তো যেহেতু উনি যাওয়ার জন্য প্রস্তুত,আমার ও বেবীর কি সেখানে যেতে কোনো শরয়ী নিষেধাজ্ঞা আছে?
প্রশ্ন-৩: সাস্থ্যবীমার টাকা দেয়া কি জায়েজ হবে?নাকি সম্পূর্ণ হারাম?
প্রশ্ন-৪: দীর্ঘদিন আলাদা থাকার ক্ষতির আশংকায় যদি উনার সাথে আমরা যাই,তাহলে আত্মীয়-স্বজন/পরিচিতদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি সব টাকা সংগ্রহ করা সম্ভব না হয়,তাহলে ব্যাংক থেকে সুদে ঋণ নেয়া কি জায়েজ হবে?
প্রশ্ন-৫: যদি জায়েজ হয়,তাহলে লাখপ্রতি মোট ৩ হাজার টাকা সুদ আর লাখপ্রতি মোট ৩০ হাজার টাকা সুদ---এর মধ্যে কম সুদের ঋণ নেয়া কি উত্তম হবে?
প্রশ্ন-৬: একসাথে আমাদেরকে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন।কিন্তু টাকার ব্যবস্থা হতে ১/২ মাস দেরি হলে আমার ও বেবীর জন্য একা বিমান যাত্রা করা কি জায়েজ হবে? হাজবেন্ড আবার এসে নিয়ে যাওয়া খরচসাপেক্ষ,সেই খরচও হাতে থাকবে বলে মনে হয় না।অল্প কিছু থাকলেও সেটা ঋণ পরিশোধের জন্য রাখতে হবে।
প্রশ্ন-৭:যদি আমার যাওয়া জায়েজ না হয়,তাহলে শ্বশুর-শ্বাশুড়ির মতের বিপরীতে হাজবেন্ডের অনুমতিক্রমে বাবার বাড়িতে বেশিরভাগ সময় থাকলে কি গোনাহ হবে?
উস্তাযের কাছে দুআর দরখাস্ত যদি যাওয়া জায়েজ হয়,তাহলে যেন আত্নীয়/পরিচিতদের মাধ্যমেই সুদ ছাড়া ঋণের ব্যবস্থা হয়ে যায় এবং আল্লাহ সবাইকে নিরাপদে ও ঈমানী হালতে রাখেন।।যদি জায়েজ না হয়,তাহলেও যেন আল্লাহ পাক সবাইকে নিরাপদে ও ঈমানী হালতে রাখেন।আমিন।
জাযাকুমুল্লাহু খাইরান।