আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
(আমি একজন মেয়ে) নামাযে দাড়ালে দুনিয়াবী অনেক কিছু মাথায় আসতে থাকে,যখন আসে মনে মনে নিজেকে বলি ফোকাস,আল্লাহ আমাকে দেখছেন।তখন আসলেই মনে হয় আল্লাহ আমাকে দেখছেন,অন্যরকম মনোযোগ চলে আসে।কিছুক্ষণ পর আবারো আরেকটা চিন্তা চলে আসলে আবারো সেইম ভাবে মনোযোগ আনি।এতে কি নামাযের সওয়াব কমে যাবে?
কিন্তু আমি চাই নামাযের পূর্ণ মিষ্টতা উপভোগ করতে,নামায কে শুধুই দায়িত্বই না ভাবতে।যেভাবে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায কে নিজের শান্তির জায়গা হিসেবে পেয়েছিলেন,আমিও পেতে চাই
আল্লাহ তা'য়ালার কাছে দুয়া করে যাচ্ছি এজন্য
আর কি কি করতে পারি?