আসসালামু আলাইকুম
শায়খ দয়া করে প্রশ্নটির উত্তর দিবেন,যুবকটি মৃত্যু আর পরকাল নিয়ে একসময় উদাসীন ছিলো কিন্তু এখন পরিপূর্ণভাবে নিজেকে দোষী সাব্যস্ত করে,সবসময় মৃত্যুর টেনশন কাজ করে তার মনের মধ্যে।।
মানুষের জিনিসপত্র-মালের হক নষ্ট করলে সেই হক আদায় করা সম্ভব হয়,গীবত করলে গীবতের কাফফারা দেওয়া যায়।কিন্তু এমন কিছু হক আছে যেগুলো আদায় করা কোনোভাবেই সম্ভব না,মাফ চাওয়াটাও সম্ভব না।মাফ চাইতে গেলে গোমড় ফাঁস হবে,পাপ প্রকাশিত হয়ে যাবে যেহেতু তার অধিকারটা গোপনে নষ্ট হয়েছে।যেমনঃ একটি যুবক একজন বিবাহিত মহিলার সাথে শয়তানের প্ররোচনায় পড়ে যিনা(শারীরিক সম্পর্ক) করে ফেলেছে(এখানে দুইজনেরই সম্মতিতে হয়েছে),তাহলে তো সেই নারীর স্বামীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে,,এখন সেই হক আদায় করা তো কোনোভাবেই সম্ভব না,মাফ চাওয়াও সম্ভব না,মাফ চাইতে গেলেও অনেক সমস্যার সৃষ্টি হবে,একটি সংসার নষ্ট হবে,সবকিছু প্রকাশিত হয়ে যাবে।।।তাহলে কী এই গুণাহ থেকে আর মাফ পাওয়া সম্ভব নাহ।।কীভাবে মাফ পাওয়া যাবে??
যুবকটি পরিপূর্ণ ইমানদার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে
বিঃদ্রঃ এখন দুইজন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে,কারো সাথে কারোর কোনো প্রকারের যোগাযোগ নেই ,সেই নারী তার স্বামীর সংসার করছে ঠিকমতো,যুবকটি অনেক টেনশনে আছে,কোনো ইবাদতেই মন দিতে পারছেনা