আসসালামু আলাইকুম,
USA আমার এখানে ৫ মিনিট হাটা দুরত্বে একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ। পুরা শহরজুরে এই একটি মাত্র মসজিদ। মুসলিম ভাইয়েরা অনেক দুর থেকে নামাজ পড়তে আসে (ঈশার নামাজে বিশেষ করে, অন্য নামাজে মুসল্লী হয় না)। মসজিদের আশেপাশে অনেক মুসলিম থাকার পরও তারা জামাতে আসে না। নিয়মিত জামাতের জন্য আশপাশ থেকে ৩-৪ জন আসে। কিন্তু এশার জামাত বড় হয় (১০-১২ জন)। কয়েকমাস আগে মালয়েশিয়া থেকে জামাত আসে এবং তারা একটা আমল চালু করে দিয়ে যায় সেটা হচ্ছে যে কোনো এক ওয়াক্তের নামাজ শেষে তালিম করা (হাদিস থেকে)। যেহেতু এশার নামাজে মুসল্লী বেশী হয়, সবাই ঠিক করেছে এশার নামাজের পর প্রতিদিন একটা করে হাদিস একজন পড়ে শোনাবে রিয়াদুস সালেহীন থেকে।
আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে তারা এশার ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে হাদিসের বইটা থেকে পড়া শুরু করে। আমি বুঝতে পারছি না এটা ঠিক হচ্ছে কিনা। কারন আমি দেশে থাকতে দেখতাম বাদ যোহর আমলের বই থেকে তালিম হতো, কিন্তু সেটা একেবারে যোহর নামাজের শেষে (সুন্নাহ শেষ করে)। আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে, এশার সালাম ফিরানোর পর ২ রাকাত সুন্নাহ পড়ে ফেলি, তারপর তাদের সাথে যোগদান করি। মাঝে মাঝে আমার সুন্নাতের মাঝেই তাদের তালিম শেষ হয়ে যায় যদি হাদিসটি ছোটো হয়।
শায়খের কাছে আমার প্রশ্ন, আমার কি করা উচিত? আমি কি এশার ফরয সালাম ফিরানোর পরই কি তাদের সাথে বসবো? নাকি সুন্নাহ টা আগে পড়ে ফেলবো, তারপর বসবো? অনেক সময় তাদের হাদিস পড়ার কারনে মনোযোগ নষ্ট হয় নামাজের ভিতর।