আসসালামু আলাইকুম। আমি তিন মাসের গর্ভবতী। বাচ্চাটা পেটে আসার পর থেকেই শরীর অনেক টা দুর্বল হয়ে গেছে। এখনো অনেক দুর্বল। সংসারের টুকটাক কাজ করি শুধু।কিন্তু স্বামীকে সজ্ঞ দিতে পারছিনা।। স্বামী প্রায় সময়ই কাছে আসতে চায়।কিন্তু আমি তাকে পর্যাপ্ত রেসপন্স করতে পারি না। যদিও তিন চার দিন বা এক সপ্তাহ পর পর কাছে যাই শরীর প্রচুর দুর্বল হয়ে যায়।। আমি অসুস্থ সে বোঝে তবুও মাঝেমধ্যেই সে অসন্তুষ্ট হয়ে যায়।।অনেক সময় বলেও ফেলে আমি তার হক আদায় করছি না।।আমি অনেক চেষ্টা করি কিন্তু তাকে রেসপন্স করতে পারি না। আমার আগ্রহই আসে না। যখন সে নিজে দেখেছে আমার আগ্রহ থাকলেও শরীর দুর্বল থাকায় তাকে পর্যাপ্ত রেসপন্স করতে পারি না। এমন অবস্থায় আমি কি করতে পারি?? আমি কি সত্যিই তার হক নষ্ট করছি?