আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।অমুসলিমকে আত্মীয় হিসেবে পরিচয় দিলে কি কোন সমস্যা হবে? নিজেকে না নিজেকে ঠিকি মুসলিম হিসেবে।
২।ঈমান ভন্গের কারন নিয়ে বিস্তারিত না জেনে স্বামী বা স্ত্রীর কেউ ঈমান চলে যাওয়ার মত কাজ করে ফেললে।যেমনঃ না জেনে এমনিতে কথার ছলে অমুসলিম পরিচয় দেওয়া কিন্তু যদি তার উদ্দেশ্য সেটা না থাকে, আরো এমন কিছু যেগুলোর কারণে ঈমান চলে যায়। স্বামীকে বুঝানোর পর ও যদি বিয়ে নবায়ন না করে বা না বুঝে তাহলে কি শুধু তওবা আর ঈমান নবায়ন করলে হবে?মানে স্বামীও না জানলে এসব বিষয় একদম বুঝানোর পর ও না জানলে।
৩।হিন্দু নাটক সিনেমা দেখে তারা সেখানে যা বলেছে ওদের দেব দেবি নিয়ে কুফরি এমনিতে অনুকরণ এর জন্য করলে, চাওয়া না ওদের দেব দেবীর কাছে এমনিতে করলে আকীদা ঠিক রেখে।না জেনে ঈমান চলে যাওয়ার কারণ এমন করলে কি কোন সমস্যা হবে?