প্রথম প্রশ্ন -- https://ifatwa.info/126292/?show=126360#a126360
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
গত ১ সেপ্টেম্বর থেকে কোন রক্তপাত লক্ষ্য করি নি। তিন দিন অতিবাহিত হয়ে গেলে নামাজ শুরু করি এবং ঐ তিন দিনের কাজা আদায় করেছি আলহামদুলিল্লাহ।
কিন্তু ৫ সেপ্টেম্বর রাত নয়টার পর থেকে ব্লীডিং শুরু হয়েছে। সকাল থেকে ব্লীডিং কম। হালকা রং এর মতো।
এখন আমি কি নামাজ কন্টিনিউ করবো নাকি অপেক্ষা করবো?
অপেক্ষা করলেও কতদিন করতে হবে?
এইভাবে বার বার থেমে থেমে ব্লীডিং হলে কোনটাকে হায়েজ বিবেচনা করবো? নাকি সবগুলোই স্বাভাবিক অসুস্থতা হবে?
পরবর্তীতে এমন পরিস্থিতিতে আমার করণীয় কী হবে?