আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ।দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর দিলে অনেক উপকৃত হতাম।
জীবনে অনেক পাপ করেছি,জেনেবুজেও পাপ করেছি,তওবা করে বারবার তওবা ভঙ্গ করেছি,গুনাহ করি,নামাজও পড়ি।আমি হতাশ হয়ে গেছি।পাপ থেকে মুক্তি পাচ্ছিনা,তওবা বেশিদিন রাখতে পারছিনা,আর পারছিনা আমি।এখন পরিকল্পনা করেছি এইবার একদম পরিপূর্ণভাবে সুস্থ হবো।
প্রশ্নটি হলো হুজুর,আমি ছোটোবেলায়-কিশোর বয়সে অনেক মানুষের ছোটো-বড় হক নষ্ট করেছি,যেমনঃ কারো জিনিসপত্র চুরি করে,টাকা চুরি করে,গাছের ফলমূল চুরি করে ইত্যাদি।এখন আমি চাচ্ছি সেই হকগুলো আদায় করতে,কিন্তু আমি এখনো ইনকাম করিনা,,অনেক ইচ্ছা ইনকাম করে সেই হকের সমপরিমাণ টাকা তাদের ক্যাশের ভিতর গোপনে কোনোভাবে ঢুকিয়ে দিবো।কিন্তু এটা ইনকামের পরে।
দ্বিতীয় প্রশ্ন হলো আমি ইন্টারমিডিয়েটের ছাত্র থাকাকালীন রমজানের একটি ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙ্গে ফেলেছিলাম একটি জঘন্য খারাপ কাজ করার কারণে।এখন সেই রোজার কাফফারা আদায় করতে চাচ্ছি টানা ২ মাস রোজা রেখে।কিন্তু আমি পূর্ববর্তী মানুষের হকগুলো যদি জীবনে যখন ইনকাম করবো তখন আদায় করি এবং রোজার কাফফারা টা এখন দেয় তাহলে কি আমার কাফফারা টা পরিপূর্ণভাবে আদায় হবে নাকি হকগুলো আদায় না করার কারণে কাফফারা টা কবুল হবেনা।।।দয়া করে উত্তরটি দিবেন হুজুর,আমি ভালো হতে চাই,পরিপূর্ণভাবে ইমানদার হতে চাই,যখন ইনকাম করবো তখন হকগুলো টাকা দিয়ে পরিশোধ করবো সবার গোপনে কিন্তু রোজার কাফফারা টা আগেই দিতে চাচ্ছি।যদি উত্তরটি দিতে অনেক উপকার হতো