আসসালামু আলাইকুম হুজুর।
আমি একজন শারীরিক অসুস্থ মানুষ। ছোটবেলা থেকে অসুস্থ। শরীরে বিভিন্ন হরমোন সমস্যায় আক্রান্ত। অন্ডকোষে ব্যথা এবং হার্নিয়া সমস্যার জন্য বেশিক্ষণ দাড়িয়ে থাকতে পারি না এবং বেশিক্ষণ বসে থাকতে পারি না। ডান চোখে গ্লুকোমা সমস্যার জন্য ঠিকভাবে দেখি না সবকিছু। পারিবারিকভাবে চেয়েও কারো কাছে কোনো সাহায্য পায়নি। চোখে অনেকবার অপারেশন এবং অন্ডকোষে ও অপারেশন হয়েছে।
আমার শারীরিক সমস্যার জন্য চাকরি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারো কাছে চেয়েও কোনো সাহায্য পায়নি।
নিজের জমি বিক্রি করে, আমি ইসলামি ব্যাংকে ২৫ লক্ষ টাকা শেষ সম্বল হিসাবে ফিক্সড ডিপোজিট রেখেছি।
এটি কি আমার গুণাহ হবে আমার শারীরিক পরিস্থিতি বিবেচনায়?
আমি প্রতিমাসে মুনাফা গ্রহণ করলে আমার জন্য জায়েজ হবে?