আসসালামু আলাইকুম।
আমার বয়স ৩৩ বছর।আমি অবিবাহিত মেয়ে।আমি আমার জীবনের একটা পর্যায়ে এসে দ্বীনের বুঝ পাই,আমি কখোনই ক্যারিয়ারের দিকে যায়নি।আমার মা মারা গিয়েছেন ছোটবেলায়। আমার পরিবার থেকে কোনদিনও আমার জন্য বিয়ে দেখেনি,কখোনই না। আমার বিয়ে না হলেও কারও কোনো আসে যায়না,আমার আত্নীয়রাও দেখেননি,আগ্রহও নেই। কোনো ভরনপোষণ কিছুই দেয়না,এমনকি আমি চিকিৎসা ও পাইনা অসুখ হলে।আর মানসিক অত্যাচার তো আছেই ইসলাম প্র‍্যাকটিস করার আগে ও পরে।ক্যারিয়ারের দিকে যাইনি বলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে,কথায় কথায় খোঁটা।আমি দীর্ঘ অনেক বছর ধরে আল্লাহর কাছে চেয়েই যাচ্ছি উত্তম দ্বীনদার জীবনসঙ্গী,আমল ও করছি। আমার কোনো পথ নাই,আমি যে একটা মানুষ সেই মূল্যটাই নেই। নিজের জন্মদাতা পিতার এত জুলুম আমি আর নিতে পারছিনা,এত অপমান,দায়িত্বহীনতা,মানসিক যন্ত্রণা.....সবর রাখতে পারছিনা। আমার জন্য বিয়ে দেখা নাকি সম্ভব না,দেখবেও না।সরাসরি এভাবেই বলে। আমি একজন মেয়ে হয়ে অনেক অসহায় হয়ে পড়েছি। আমার জীবন চারদিক দিকেই সংকীর্ণ হয়ে গিয়েছে।
আমাকে কিছু পরামর্শ দিলে উপকৃত হবো। আমি খুব যন্ত্রণা এবং কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি।