১. প্রশ্ন:- কেউ যদি বলে উমুক কাজ করলে যাকেই বিবাহ করবো সে ৩ তালাক। এরপর সেই ব্যক্তি শর্ত ভেঙে ফেললে কোন বয়স্ক মহিলাকে বিয়ে করতে পারবে? মারাত্মক বয়স্ক? উদ্যেশ্য হচ্ছে বিয়ের মাধ্যমে ৩ তালাক পতিত হবে যাতে পরবর্তীতে অন্য মেয়েকে বিয়ে করলে তালাক না হয়?
উত্তরে বলা হয়েছে: প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি যাকেই বিবাহ করবে,তার উপরেই তিন তালাক পতিত হবে। সে যে একজন অভাবী কিংবা ভিখারি মহিলাকে বিয়ে করে শর্ত থেকে বের হওয়ার পরিকল্পনা করছেন,প্রশ্নের বিবরণ মতে এতে সে শর্ত থেকে বের হতে পারবেনা।
১. আমার প্রশ্ন হচ্ছে তালাক তো ১ম বিয়ের ক্ষেত্রে পতিত হওয়ার কথা। তাহলে ১ম বিয়ের পরই তো শর্ত মুক্ত হওয়ার কথা, তাই নয় কি?
২. যদি বয়স্ক মহিলাকে বিয়ে করা হয় তাহলে কি বয়সের কোন সময় সীমা আছে?
৩. উক্ত বয়স্ক মহিলাকে যদি এভাবে ২ জন সাক্ষের সামনে বলা হয়, "আপনাকে সর্বনিম্ন মহরে বিয়ে করলাম। আপনি কি রাজি?" উক্ত মহিলা যদি "হ্যাঁ" বলে। তাহলেই কি বিবাহ হয়ে যাবে? এরপর ৫ হাজার টাকা দিয়ে দেওয়া হল মহর বাবদ।