বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللَّهُ اللَّهُ . وَفِي رِوَايَةٍ: لَا تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ: اللَّهُ الله . رَوَاهُ مُسلم
আনাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: কিয়ামত তখনই সংঘটিত হবে, যখন জমিনের মধ্যে ’আল্লাহ’ ’আল্লাহ’ বলার মতো কেউ থাকবে না। অপর এক বর্ণনায় আছে- এমন কোন লোকের ওপরে কিয়ামত সংঘটিত হবে না, যে ’আল্লাহ’ ’আল্লাহ’ বলেছে। (সহীহ মুসলিম ২৩৪-(১৪৮), তিরমিযী ২২০৭, সহীহুল জামি ৭৪২০, মুসনাদে আহমাদ ১২০৬২, আবূ ইয়া'লা ৩৫২৬, সহীহ ইবনু হিব্বান ৬৮৪৯, শু’আবূল ঈমান ৫২৪, আল মুসতাদরাক লিল হাকিম ৮৫১১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পৃথিবীতে একজন মুসলিম বা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না।