আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্ সম্মানিত উস্তাজ।
এক মুসলিমাহ গর্ভবতী ৮ মাস চলে তো সে স্বামীর সাথে বরিশালে থাকে তো এখন তো কঠিন অবস্থা করন ডেলিভারি ডেট এগিয়ে এসেছে আর বরিশালে তাদের চেনাজানাও তেমন একটা নেই।কোনো নার্সের সন্ধানও মেলেনি,আর স্বামী থাকে অফিসে তখন অসুস্থ হয়ে পড়লে কি হবে তাই স্বামী তাকে বাড়ি পাঠাতে চাচ্ছে।কিন্তু মেয়েটি তার বাবার বাড়ি যেতে চাচ্ছে কারন সে যানে যে শশুর বাড়িতে গেলে পর্দা রক্ষা করতে পারবে না।তো স্বামী তাকে চাপ দিয়েছে তবু সে রাজি হয়নি, স্বামী বলছে একমাস থাকতে শশুর বাড়ি এবং তারপর বাবার বাড়ি পাঠিয়ে দেবে আজকে সারাদিন ভাত খায়নি।তাকে অনেক বোঝানো হয়েছে আবার শশুর সকালে ফোন দিয়েছিল বাড়ি যাচ্ছেনা শুনে হয়তো রাগ হয়েছে আর ঐ বাড়িতে মেয়েটিকে নিয়ে অনেক সমস্যা চলে।
আবার মেয়েটি বরিশালে থাকলে তার মাকে মাহরাম ছাড়া সফর করে আসতে হবে এবং মেয়েটির ছোট বোনকে আত্মীয়দের বাসায় রেখে আসতে হবে যেখানে সব পুরুষ গাইরে মাহরাম তার সেখানে খুব কষ্ট হবে।
এখন মেয়েটির কি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে উস্তার পরামর্শ দেয়ার অনুরোধ রইলো। জাঝাকাল্লহু খইর।