আসসালামু আলাইকুম।
শাইখ, আমার বন্ধুর মা কিছু টাকা একজনকে ধার দিয়ে তার জমিটি নিয়েছিলো। সেই জমী থেকে লাভ করা টাকা (সুদ) তার বাবা নিয়ে নেয় এবং তার মাকে বলে, "তোমাকে এর বদলে আমি অমুক (হালাল) জমীর ফসল দিলাম" অথবা "আমি এই ফসল টা নিলাম তুমি ঐইটা (হালাল ) নিও" অথবা ঐ টাকাটা নিয়ে বলে, "আমি তো তোমার কাছ থেকে অনেক কিছু নিই তুমি ঐইটা (হালাল) নিও" এই রকম কিছু একটা বলে। সেই জমির (হালাল) ফসল বিক্রি করে তার বাবার একটি গরু কিনে।
তারপর আমার বন্ধু তার মার কাছে একটি ল্যাপটপ পড়াশুনার জন্য কিনে চাইলে তার মা তাকে গরু বিক্রির টাকায় কিনে দিতে চায়। এটি কি তার জন্য বৈধ হবে?