আমার বয়স ৩১ বছর চলছে। আমি ইতিপূর্বে অনেক সালাত আদায় করতে পারিনি। শয়তানের ধোঁকায় ছিলাম। এখন আমি অনুতপ্ত হয়ে নিজের ভুল বুঝতে পারছি।
জুমার নামাজ কখনো আদায় করতাম, কখনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতাম। রমজান মাসে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম, কখনো দুই ওয়াক্ত।
এছাড়া কখনো নামাজ আদায় করতাম, আবার কখনো করতাম না।
এখন আমি এই বয়সে নিজেকে পরিবর্তন করতে চাই, ইনশাআল্লাহ। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি কাযা সালাতগুলো কীভাবে সহজে আদায় করতে পারি?
আমাকে এমনভাবে জানান, যেন উত্তর পড়ার পর শয়তানের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারি।