একটি কনসাল্টেন্সি বা প্রফেশনাল ফার্মে অনেক ধরণের সার্ভিস থাকে, যেমন-অডিট, ক্যাশ ইন্সেন্টিভ, ট্যাক্সেশন, কর্পোরেট এফেয়ার্স। এসবের মধ্যে অডিটের কাজের মধ্যে অডিটররা হারাম ইনকামের সুযোগ তৈরী হয় অনেক সময় সেক্ষেত্রে ফার্মের ইনকাম টাও হারাম আসে ওই অডিট রিলেটেড কাজ থেকে। এখন আমার প্রশ্ন হলো, যারা ট্যাক্সেশন নিয়ে কাজ করে তারা নরমালি হারামের মধ্যে ঢুকার কোনো সুযোগ নেই। কিন্তু দিনশেষে সবাই ফার্ম থেকেই বেতন পায়। এক্ষেত্রে যে ট্যাক্সেশন নিয়ে কাজ করে তার ইনকাম কি হারাম হবে?