আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু উস্তাজ,
হায়েজের শেষে ৭ম বা ৮ম দিনে রক্তস্রাব সম্পূর্ণ বন্ধ হয়ে সাদাস্রাব দেখা যায় বা শুকনো হয়ে যায়।কিন্তু তার ২/৩ ওয়াক্ত পর সাদা ন্যাপকিন দিয়ে চেক করলে হালকা ময়লা বা স্পটিং এর মত দেখা যায়(সাধারণত বাইরে বের হয়না)পরবর্তী ওয়াক্তে আবার একদম ক্লিন থাকে। তার ২/৩ ওয়াক্ত পর আবার চেক করলে স্পটিং দেখা যায়।এভাবে ১০ দিন শেষেও অব্যাহত থাকে। প্রত্যেক মাসেই যেহেতু এমনটা হচ্ছে তাহলে কি ১০তম দিনে গোসল করবো নাকি তার আগেই যখন রক্তস্রাব বন্ধ হয় তখন গোসল করতে হবে?