অনলাইনে অনেক ফ্রি সফটওয়্যার, অ্যাপ ও অন্যান্য পণ্য পাওয়া যায়। তারা স্পন্সরশিপ, বা ডোনেশনে চলে। এখন এই ডোনেশনের টাকা যদি হারাম হয়, তাহলে এগুলো ব্যবহার কি জায়েয হবে? আবার অনেক সময় কোম্পানি নিজেই একটা পণ্য ফ্রি করে দেয়। যেমন ফেসবুক, মাইক্রোসফট। এরকম অনেক কোম্পানিতে ইসরাইল টাকা দেয়, তা আমরা জানি। এবং তারা বিনিময়ে ইসরাইলকে প্রযুক্তি সহায়তা দেয়, যেটা দিয়ে ইসরাইল পবিত্র ভূমিতে মুসলিমদের মারে। তো এখন এসব ফ্রি পণ্যের ব্যাপারে মাসআলা কী হবে?