আস্সালামু আলাইকুম,
বেশ কিছু দিন (৩-৪ মাস)পূর্বেই আমি ওমরাহ করার নিয়ত করেছিলাম তবে পরীক্ষার জন্য তার সময় পিছিয়ে দিতে হয়, এবং ওই টাকা একটি ব্যবসায় খাটিয়ে ফেলি। তবে ১-২ সপ্তাহ আগে আমার নিজের বোন তার সাথে ওমরাহ তে যাবার জন্য বলে যদিও সে টাকা দিবে না, আমার টাকা আমিই দিবে তবে বর্তমান এ সে টাকা আমার ব্যবসায় থাকায় আমার বোন আমাকে বলে যে উনি বর্তমান এ বেশির ভাগ টাকাই দিয়ে দিবেন এবং পরবর্তীতে আমাকে তা শোধ করতে হবে এবং এক্ষেত্রে বোনের মাহরামের অভাব ও সময়ের ব্যপার রয়েছে।
যদি আমি তার কাছে এখন টাকা নেই, তবে তা দিয়ে কি উমরাহ লরা জায়েজ হবে??