السلام عليكم ورحمةالله وبركاته
আমার হায়েজ অনিয়মিত।কোন মাসে হয় না ,কোন মাসে ২ বার হয় ।আবার কখনো ঠিক থাকে।তবে সমস্যা এখানে যে ২ হায়েজ এর মধ্যবর্তী সময়কাল থাকে ১৩-১৬, দিন।আর হায়েজ অবস্থা চলাকালীন সময় ৯ থেকে ১০ দিন।সব সময় ।এখন আমরা তো জানি যে হানাফি মাজহাব এ বলা হয়েছে এক হায়েজ থেকে অন্য হায়েজের দূরত্ব ১৫ দিন থাকতে হবে ।আমার তাহলে কি করা উচিত কোন সময় টা হায়েজ ধরে নামাজ বন্ধ রাখবো?
যেমন গত কয়েক মাস আমার ১৩ দিন পর ১৪ দিনের সময় হায়েজ হয়ে যাচ্ছে।তখন আমি প্রথম ২ দিন নামাজ পরি পরের গুলো পরি নি হায়েজ ধরে।
ডাক্তার দেখিয়ে ও কোন লাভ হচ্ছে না কোন সমস্যা ও নেই।এসব সমস্যা র জন্য কি কোন সমাধান দিয়েছেন
আল্লাহ সুবহানাহু তায়া তায়ালা ?