আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
14 views
ago in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (88 points)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমি এই সাইটে দেখেছি কেউ নিজের নাম হিন্দুর নামে বললে কিন্তু নিজেকে হিন্দু বা অমুসলিম হিসেবে পরিচয় না দিলে বা মনে না করলে অমুসলিম হয়ে যায় না।আমার প্রশ্ন অনেকে স্কুল কলেজে  অনেক অমুসলিম  বন্ধু বান্ধবীর প্রেজেন্ট, সাইন,টিচারের সাইন,তাদের কোন সার্টিফিকেট তোলা এসব করার সময় স্যাররা না জানে মত করে।তাদের উদ্দেশ্য  নিজেকে অমুসলিম বলা না বা এমন করেও না।আর মুটেও জানা থাকে না এসব কোন ঈমানে সমস্যা হবে কিনা। স্যারকে লুকিয়ে করা হয় তাহলে কি তাদের ঈমানে সমস্যা হবে?

২। বিবাহিত কেউ যদি এসব একদম না জেনে মানে ঈমান ভাঙার কারন হতে পারে এসবের কারনে সেটা না জেনে করে পরে জানার পর তওবা করে তার কি কোন সমস্যা হবে? বিবাহ নবায়ন করতে না পারলে?
ago by (88 points)
অমুসলিম হওয়ার কোন আকিদা মনেও বা প্রকাশ্যেও না থাকে।হিজাব করে চললেও।শুধু সাহায্য করা উদ্দেশ্য হলে?অমুসলিম বলে পরিচয় ও না দিলে কোন সমস্যা হবে? 

1 Answer

0 votes
ago by (80,400 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/64861/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

শরীয়তের বিধান হলো ইচ্ছাপূর্বক ভাবে নিজেকে নিজে কাফের বলে পরিচয় দেওয়া কুফরী। 

সূরা নাহলের ১০৬ নম্বর আয়াতে বলা হয়েছে-

مَنْ كَفَرَ بِاللَّهِ مِنْ بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَكِنْ مَنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

“কেউ বিশ্বাস স্থাপনের পর আল্লাহকে অস্বীকার করলে এবং প্রত্যাখ্যানের জন্য হৃদয় মুক্ত রাখলে তার উপর আল্লাহ ক্রোধ পতিত হবে এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। তবে তার জন্য নয়, যাকে (সত্য প্রত্যাখ্যানে) বাধ্য করা হয়, কিন্তু তার অন্তর বিশ্বাসে অটল।” (১৬:১০৬)

,

ফাতাওয়ায়ে আলমগীরী তে আছে

"وَمَنْ يَرْضَى بِكُفْرِ نَفْسِهِ فَقَدْ كَفَرَ."

كتاب السير، الْبَابُ التَّاسِعُ فِي أَحْكَامِ الْمُرْتَدِّين ، مطلب فِي مُوجِبَاتُ الْكُفْرِ أَنْوَاعٌ مِنْهَا مَا يَتَعَلَّقُ بِالْإِيمَانِ وَالْإِسْلَامِ، ٢ / ٢٥٧، ط: دار الفكر

"এবং যে কুফরীতে সন্তুষ্ট থাকে, সে কাফের হয়ে গেছে।

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ   

https://ifatwa.info/34525/  

https://ifatwa.info/8737/   

,

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

,

কেউ যদি ইচ্ছাপূর্বক ভাবে কোনো বিধর্মীর এমন নামে পরিচয় দেয়, যাহা বিধর্মীদের সাথেই নির্দিষ্ট। তাহলে তাহা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে নিজেকে অমুসলিম প্রকাশ করার যেহেতু উদ্দেশ্য নেয়নি,তাই সে কাফের হবেনা।

,

তবে ইচ্ছাকৃতভাবে নিজেকে হিন্দু বলে পরিচয় দিলে সেক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। তাকে পুনরায় ঈমান আনতে হবে। বিবাহিত হলে বিবাহ নবায়ন করতে হবে।

,

فتاوی عالمگیریہ:

"مسلم قال: أنا ملحد يكفر، ولو قال: ما علمت أنه كفر لا يعذر بهذا."

کتاب السیر ،باب احکام المرتدین،ج:2،ص:279،ط:رشیدیہ

সারমর্ম: কোনো মুসলিম বলেছে যে আমি মুরতাদ, তাহলে সে কাফের হয়ে যাবে। এক্ষেত্রে যদি সে বলে যে আমি তো জানিনা যে এটি কুফর, তাহলে সেই ওযর গ্রহণযোগ্য হবেনা।

وذكر شيخ الإسلام أن الرضا بكفر غيره إنما يكون كفرا إذا كان يستجيزه ويستحسنه (شرح الفقه الأكبر-221)

ويكفر بخروجه إلى نيروز المجوس والموافقة معهم فيما يفعلونه فى ذلك اليوم (مجمع الأنهر، كتاب السير والجهاد، قبيل باب البغاة-2\513)

من كثر سواد قوم فهو منهم، ومن رضى عمل قوم كان شريكا فى عمله (كنز العمال-9\11، رقم-24730)

من خرج إ لى النشدة فقد كفر، لأن فيه إعلان الكفر، فكأنه أعان عليه، وعلى قياس مسئلة النشدة الخروج إلى نيروز المجوس والموافقة معهم فيما يفعلون فى ذلك اليوم من المسلمين يوجب الكفر (المحيط البرهانى-7\428، رقم-9286)

كما لو سجد لصنم أو وضع مصحفا فى قاذورة، فإنه يكفر وإن كان مصدقا (رد المحتار، كتاب الجهاد، باب المرتد-6\356)

,

من خرج إلى النشيدة فقد كفر، وعلى قياس مسألة النشيدة الخروج إلى نيروز المجوس والموافقة معهم فيما يفعلون فى ذلك اليوم من المسلمين يوجب الكفر، وأكثر ما يفعل من كان أسلم منهم، ويخرج إليهم فى ذلك اليوم، ويوافقهمم فيصير به كافرا ولا يشعر بذلك (الفتاوى التاتارخانية، كتاب احكام المرتدين، الفصل الحادى والعشرون-7\347، رقم-10655)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...