আসসালামু আলাইকুম।
আমরা জানি যে দুরুদ পাঠ করলে ১০ টি নাকি পাওয়া যায় সাথে ১০ টি গুনাহ মাফ হয়। তাহলে কেউ যদি ছোট সংক্ষিপ্ত দুরুদ পাঠ করে সেক্ষেত্রেও কি সমপরিমাণ নেকী পাবে? আরেকটা হাদীস শুনেছি ১০০০ বার দুরুদ পাঠ করলে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে দেন। ১০০০ বার কি ছোট দুরুদ পাঠ করা যাবে? নাকি এখানে দুরুদ শরীফ পাঠের কথা বলা হয়েছে?