আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায, বার জাদু, তাবিজ সংক্রান্ত স্বপ্ন দেখা কি স্বাভাবিক বা ওয়াসওয়াসা নাকি এটা কোনো কিছুর দিকে ইঙ্গিত দেয়?
স্বপ্নগুলো কিছুটা এমন, আমাকে কোনো অদৃশ্য কণ্ঠ ডাকছে। এরপর সে জায়গায় যাওয়ার পর অস্বাভাবিক কিছু দেখা। তাবিজ, ঘরকাটা এমন কিছু। আবার আজ দেখলাম, আমার খালার কাছে গিয়ে দেখি তিনি একটা পুতুলের ভেতর কীসব তাবিজের মতো কিছু ঢুকাচ্ছেন। উপরে এর আগে যে জায়গা আমি স্বপ্নে দেখেছি, আজ খালাকে সে জায়গায়ই দেখেছি। খালার বাড়ি যেতে রাস্তাটা পরে!
( বলে রাখা ভালো, আমার খালা তাবিজ-টাবিজ মানেন অনেক। যেকোনো প্রয়োজনে এগুলোর দারস্থ হোন) তাছাড়া আরেকবার দেখেছি, খুব বিচ্ছিরি রূপ নিয়ে ভয়ংকর কিছু বাতাসের সাথে আমার দিকে আসছে, আমি আয়াতাল কুরসি পড়তে শুরু করার পর পর অদৃশ্য হয়ে গেছে। এমন আরেকবার দেখেছি। হিফাজতের আমল করা হয় আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বাদ পড়ে। কিন্তু এখন মাঝে মাঝে করা হয়, প্রায় সময়ই বাদ যায়।