আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
উস্তায আমার প্রশ্ন হল,
কিছুদিন আগে ফিকহ বিষয়ে জানতে পারি যে,
কাজা রোজার নিয়ত "জীবনের প্রথম কাজা রোজা রাখলাম" এইভাবে করতে হয়। আমি আলহামদুলিল্লাহ, গত সাত-আট বছর ধরে - প্রত্যেক বছরের হায়েজের কাজা রোজা ওই বছরই রেখে দিয়েছি। কিন্তু একদম জীবনের প্রথম কাজা রোজার নিয়ত, এইভাবে করা হয়নি। তাহলে আমার ওই রোজাগুলো কি হয়নি, উস্তাদ??
আর এই বছরের হায়েজের রোজাগুলো এখনো রাখা হয়নি, তাহলে ওগুলোর নিয়ত কিভাবে করব, জীবনের প্রথম নাকি এই বছরের নিয়ত করব??
উস্তাদ, ক্ষমা করবেন, হয়ত গুছিয়ে বলতে পারিনি।