ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।
নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে। নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/632
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক,App developer ইত্যাদি যেখানে ফ্রী মিক্সিং আছে সেখানে চাকরি করা নাজায়েয। তবে যেহেতু বেতন কাজের বিনিময়েই নেয়া হয়ে থাকো, তাই ইনকাম হারাম হবে না।
(২) যদি এইসব চাকরির ক্ষেত্রে বলা হয় যে, এই তো আলহামদুলিল্লাহ, ভালো যাচ্ছে, চাকরি ভালো, এমনটা বললে গোনাহ তো হবে কিন্তু ঈমান যাবে না।