আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম।একটা ছেলের বায়োডাটা আসছে। ছেলে বর্তমানে কলেজের (সহশিক্ষা যুক্ত কলেজ)অধ্যাপক পদে নতুন নিয়োগ পেয়েছেন।তিনি লিখেছেন -

SSC -Joynagor M.U senior madrasa

HSC -Joynagor M.U senior madrasa
Honour's-LL.B(Islamic university,Kushtia)

Master's-LL.M(Islamic university Kushtia )

Others qualification:

Kamil(Master's)

Hadith(Muhaddis)

Fiqh(Mufti)

App.Lawyer(Dhaka Judge court)

তিনি নাকি কিছু দিন উকিল হিসেবেও কর্মরত ছিলেন।এখন আমরা বুঝতে পারছি না তিনি এতকিছু কিভাবে পড়লেন?মানে একই সাথে কি এতকিছু হওয়া সম্ভব? যে মাদ্রাসা থেকে উনি পড়ছেন তা কি আলিয়া মাদ্রাসা?

মাদ্রাসায় পড়ে আবার এল এল বি (ওকালতি) পড়া কেমন?আবার শুনেছি (জজ) বিচারক হওয়ার ইচ্ছা।ওকালতি বা বিচারক পেশা যেন কেমন কেমন লাগে।ওকালতি বা বিচারক এ পেশাগুলোর উপার্জন কি হালাল?

সঠিক উত্তর ও পরামর্শ চাচ্ছি।
by (1 point)
ভাইয়া এটাতো যাচাইয়ের বিষয়। পাত্রের গ্রামে ও উক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সরাসরি যোগাযোগ করে যাচাই করুন। আর ইস্তেখারা কেন করছেন না?

1 Answer

0 votes
by (698,160 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রচলিত কোর্টে উকিল হওয়া সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/598

প্রচলিত কোর্টে জর্জ হওয়ার শরয়ী বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/623

যখন কারো সামনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসে উপস্থিত হবে।এবং সে সিদ্ধান্ত নিতে পারবে না যে, সে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিবে।তাহলে এমন পরিস্থিতে তার জন্য উচিৎ ইস্তেখারা করা তথা ভালো দিক কে অন্বেষণ করা।অবশ্যই ইস্তেখারা, নামাযের মাধ্যমেই করবে। ইস্তেখারার পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ এক হাদীসে বলেন, দুই রা'কাত নামায পড়ে বিশেষ মনোযোগের সাথে (নিম্নে উল্লেখিত) দু'আ পড়বে।তাহলে হয়তো তার মন কোনো এক দিকে ধাবিত হবে,বা সে স্বপ্নযোগে কোনো এক ইশারা পাবে।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত পাত্র পেশাতে পর্দা রক্ষা না করার গোনাহ হলেও ইনকাম হারাম হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নাজায়েয হবে না। তবে আপনি ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...