আসসালামু আলাইকুম।
আমি রাজশাহী মেডিকেল কলেজের একজন ইন্টার্ন।কিন্তু বর্তমানে ক্যারিয়ার নিয়ে ডিসিশন হীনতায় ভুগছি।
১.জেনেরাল সার্জারি+কোলোরেক্টালে মেয়েদের আসা জরুরি,, কিন্তু ট্রেনিং পিরিয়ডে বহু মেল expose হতে হয়,, নিজের পর্দা রক্ষা কঠিন হয়ে যায়,,আবার বিসিএস থাকলে জীবনের কিছু সময় মেল রোগী দেখতে হবেই,,,,,তো সেক্ষেত্রে জায়েজ নাজায়েজের ক্ষেত্রে ইসলাম কি বলে?
২.গাইনিতে ভেতরের পরিবেশ অনেক টক্সিক,,প্রোমশন দেরিতে হয়,,তবে আমার পর্দা মোটামুটি সেইফ,,তবে এতজন গাইনিকোলজিস্ট থাকা স্বত্তেও গাইনিতে যেয়ে একজন দ্বীনদার ডক্টর হিসেবে আমি কিই বা আর করতে পারি সে বিষয়েও পরামর্শ দিবেন ইনশাআল্লাহ।
আমি খুব পেরেশানিতে আছি,, আশা করছি জরুরত ভিত্তিতে আমাকে পরামর্শ দিবেন।
জাজাকাল্লহ খইর।