প্রশ্ন: কারো নাম ‘গোলাম মুহাম্মদ’ বা ‘গোলাম রসুল’ রাখা যাবে কি? এ বিষয়ে জানতে চাই।
▬▬▬▬◯◍◯▬▬▬▬
উত্তর:
ভারত উপমহাদেশে নিম্নোক্ত নাম সমূহ ব্যাপকভাবে প্রচলিত। অথচ এ সকল নাম রাখা ঠিক নয়। যেমন:
১. গোলাম মুহাম্মদ (অর্থ: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোলাম বা দাস)
২. গোলাম আহমদ (অর্থ: আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোলাম বা দাস)
৩. গোলাম রাসূল/গোলামুর রাসূল (অর্থ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোলাম বা দাস)
৪. গোলাম নবী (অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোলাম বা দাস)
৫. গোলাম মোস্তফা (অর্থ: নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোলাম বা দাস)
৬. গোলাম মোর্তোজা (অর্থ: নবী মোর্তোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গোলাম বা দাস)
৭. গোলাম সারওয়ার (অর্থ: সরদার, (উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর গোলাম বা দাস)
৮. গোলাম মসিহ (অর্থ: ঈসা মসিহ আলাইহিস সালাম এর গোলাম বা দাস)
৯. গোলাম আলী (অর্থ: আলী রা. এর গোলাম বা দাস)
১০. গোলাম হুসাইন (অর্থ: হুসাইন রা. এর গোলাম বা দাস)
এ সকল নাম রাখা জায়েজ নাই। কারণে এগুলোর মধ্যে গাইরুল্লাহ (আল্লাহ ছাড়া অন্যের) এর দাসত্ব প্রকাশ করা হয়। অথচ আমরা একমাত্র আল্লাহর গোলামি বা দাসত্ব করার জন্য নির্দেশিত।
এ কারণে এ ধরণের নামগুলোকে বিজ্ঞ আলেমগণ শিরকে আসগর বা ছোট শিরক হিসেবে আখ্যায়িত করেছেন।
সুতরাং কারো এ জাতীয় নাম থাকলে অনতিবিলম্বে পরিবর্তন করা আবশ্যক। সে ক্ষেত্রে শুধু গোলাম অথবা শুধু মুহাম্মদ, আহমদ, মোস্তফা, মোর্তোজা, সারওয়ার, আলী, হুসাইন ইত্যাদি নাম রাখায় দোষ নেই ইনশাআল্লাহ।
◈ নিম্নোক্ত নাম সমূহে কোন আপত্তি নাই ইনশাআল্লাহ:
ক. গোলাম রহমান/গোলামুর রহমান (দয়াময় আল্লাহর গোলাম বা দাস)
খ. গোলাম রব্বানী (আল্লাহ ওয়ালা গোলাম বা দাস)
গ. গোলাম মাওলা (অভিভাবক মহান আল্লাহর গোলাম বা দাস)
ঘ. গোলাম মুরশিদ (পথ প্রদর্শক আল্লাহর গোলাম বা দাস)
(অবশ্য কেউ যদি মুরশিদ দ্বারা তথাকথিত পীর-মুরশিদ উদ্দেশ্য করে তাহলে এ নাম রাখা হারাম)
ঙ. গোলাম আজম (অর্থ: সুমহান আল্লাহর গোলাম) ইত্যাদি।
❑ গোলামুর রাসূল/গোলাম রাসুল নাম রাখা জায়েজ কি না এ বিষয়ে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির নিকট ফতোয়া জিজ্ঞাসা করা হলে উত্তরে বলা হয়:
الظاهر أن معنى غلام عند من يسمون هذه التسمية هو: عبد، فمعنى غلام الرسول: عبد الرسول، ومعلوم أن التسمية بعبد الرحمن، وعبد الله، ونحو ذلك رمز إلى تعلق العبد بربه، على سبيل العبادة والانقياد، وعليه فلا يجوز تسمية المسلم بعبد الرسول أو نحوها؛ لما في ذلك من الرمز إلى الشرك بالله وعبادة غيره، ويتعين على المستفتي التقدم للجهات المختصة بتغيير اسمه إلى ما تصح التسمية به. وبالله التوفيق وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم
“
এ কথা স্পষ্ট যে, যারা গোলাম রসুল নাম রাখে তাদের কাছে গোলাম অর্থ দাস। অতএব গোলামুর রাসূল (গোলাম রাসূল) অর্থ রাসুলের দাস। অথচ এ কথা স্বতঃসিদ্ধ যে, আব্দুর রহমান (রহমান এর দাস), আব্দুল্লাহ (আল্লাহর দাস) ইত্যাদি নামগুলো ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সাথে বান্দার সম্পৃক্ততার প্রমাণ বহন করে।
অতএব, কোন মুসলিমের জন্য আব্দুর রাসূল/গোলাম রাসূল (অর্থ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাস) বা এ জাতীয় নাম রাখা জায়েজ নেই। কারণ এটি আল্লাহর সাথে শিরক এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের ইঙ্গিত বহন করে। সুতরাং প্রশ্নকারীর জন্য সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক কোন নাম দ্বারা উক্ত নাম পরিবর্তন করা আবশ্যক।”
আল্লাহ তাওফিক দানকারী।
وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم
সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি
ফতোয়া দাতা: আব্দুর রাজ্জাক আফীফী, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল গুদাইয়ান এবং আব্দুল্লাহ বিন সুলাইমান বিন মানী’
তারিখ: ১৯/১/২০১৮
https://www.facebook.com/photo?fbid=975865689499643&set=a.251877328565153▬▬▬▬◯◍◯▬▬▬▬
উত্তর প্রদানেঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।