আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
13 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
১)আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমাদের গ্রামের এক মহিলা আছেন। উনার বাড়ি থেকে মসজিদের ভেতরের সবকিছু শোনা যায়।তাই যখন নামাজ শুরু হয় তিনি তার ঘরেই জামাতের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যান।এভাবে কি নামাজ শুদ্ধ হবে?

২)আমাদের এখানে অনেকসময় মাহফিলে ছোট বাচ্চারা তিলাওয়াত করেন বা শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব কি পড়াচ্ছেন সব শোনা যায়।ওয়াশরুমে থাকা অবস্থায় কানে গেলে গুনাহ হবে?

৩)যারা উমরাহর করার জন্য মক্কা-মদিনায় যান তারা তো ১৫ দিনের কম থাকার নিয়ত করে যান।তাদের কি কসরের নামাজ পড়তে হয়?

৪)ইহরাম অবস্থায় মহিলাদের মুখে কি একদমই কাপড় লাগা যাবে না?নিকাব না পড়ে মাথার কাপড়টা টেনে দিলে হয় না?এতে করেও কিন্তু কাপড় কপালে আর কিছুটা মুখের কাছাকাছি লাগে।

৫)হজ্ব - উমরাহয় যাওয়ার জন্য কুরআন হাদিসে কোনো আমলের উল্লেখ আছে?

1 Answer

0 votes
by (705,630 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জামাতে নামায বিশুদ্ধ হওয়ার জন্য সফের মধ্যে ইত্তেসাল শর্ত। ইত্তেসাল না হলে জামাতে নামায বিশুদ্ধ হবে না। মসজিদের পাশে ঘর হলে, নিজ ঘর থেকে জামাতে শরীক হওয়া সঠিক হবে না। হলেও নামায হবে না। 

(২)ওয়াশরুমে থাকা অবস্থায় কুরআন তিলাওয়াত  কানে গেলে গুনাহ হবে না।

(৩)যারা উমরাহর করার জন্য মক্কা-মদিনায় যান তারা তো ১৫ দিনের কম থাকার নিয়ত করে যান। তাই তাদের  কসরের নামাজ পড়তে হবে।

(৪)

যদি ইহরাম অবস্থায় ভুলে চেহারাতে কাপড় বা চাদর লেগে যায়, এবং তৎক্ষনাৎ সরিয়ে ফেলা হয়, তাহলে তখন কোনো দম বা সদকাহ ওয়াজিব হবে না। যদি অর্ধেক দিন তথা ১২ ঘন্টার বেশী সময় ধরে মুখ ঢাকা থাকে, তাহলে দম তথা একটি বকরি ওয়াজিব হবে।এবং এরচেয়ে কম ঢাকা থাকলে একটি ফিতরা সমপরিমাণ টাকা সদকাহ করতে হবে।এই বিধান নারী পুরুষ সবার বেলায়ই প্রযোজ্য। 
الفقه الإسلامي وأدلته (3/ 599):
"وأجاز الشافعية والحنفية ذلك بوجود حاجز عن الوجه فقالوا: للمرأة أن تسدل على وجهها ثوباً متجافيا عنه بخشبة ونحوها، سواء فعلته لحاجة من حر أو برد أو خوف فتنة ونحوها، أو لغير حاجة، فإن وقعت الخشبة فأصاب الثوب وجهها بغير اختيارها ورفعته في الحال، فلا فدية. وإن كان عمداً وقعت بغير اختيارها فاستدامت، لزمتها الفدية"

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3872


(৫) হজ্ব - উমরাহে যাওয়ার জন্য আল্লাহর কাছে দু'আ করতে হবে। বিশেষ কোনো আমল বর্ণিত হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 519 views
...